চট্টগ্রামের সাংবাদিক শ্যামল নন্দীর দুই ছবি জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতায়

জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ -২০২৩’ শীর্ষক প্রদর্শনীতে স্থান পেয়েছে আলোকচিত্রী সাংবাদিক শ্যামল নন্দীর তোলা দুটি ছবি।

১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি (বুধবার) পর্যন্ত। মাসব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী।

প্রদর্শনীতে স্থান পেয়েছে পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতুতে রেল সংযোগ, মাতারবাড়ী সমুদ্রবন্দর চ্যানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পূর্বাচল এক্সপ্রেসওয়ে, ঢাকা-কক্সবাজার রুটে রেল এবং সারাদেশে বহু মডেল মসজিদসহ উন্নয়নের নানা ছবি ।

শ্যামল নন্দীর স্থান পাওয়া দুটি ছবি হচ্ছে ‘বঙ্গবন্ধু টানেল ও ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র ছবি।

প্রতিযোগিতায় ২১৪ জন আলোকচিত্রশিল্পীর ৬৩৮টি আলোকচিত্র জমা পড়ে। সেখান থেকে ১২৯ জনের ২৩৫টি আলোকচিত্র নিয়ে প্রদর্শনী ও প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!