চন্দনাইশে প্রাইমারি স্কুল শিক্ষিকা নীলিমা দাশকে বিদায় সংবর্ধনা

চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নে উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নীলিমা দাশকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ ৩০ বছর শিক্ষকতার পর সুসজ্জিত গাড়ি ফুল দিয়ে সাজিয়ে তাকে বিদ্যালয় থেকে বিদায় দেওয়া হয়।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ২টায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের আয়োজনে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা মুহাম্মদ জহরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন। উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আকতার।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাং সোলাইমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ইলিয়াছ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার পোদ্দার, কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দে, চন্দনাইশ জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, কাঞ্চনাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ মফিজুল আলম, জোয়ারা বাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছফীর উল্লাহ্, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সদস্য শহিদুর রহমান।

আরও উপস্থিত ছিলেন আব্দুল জব্বার, মহি উদ্দিন, জাহাঙ্গীর, ফোরকান উদ্দিন, সাকিব, ফাহিমুর রশিদ, রিজভী মাসুদ, নয়ন, বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে কাবেরী দাশ, মুনমুন আক্তার, মাছরুরা বেগম, মৌসুমী দাশ, পাপিয়া সুলতানা।

অনুষ্ঠানে বিদায়ী সহকারী শিক্ষক শ্রীমতি নীলিমা দাশের দীর্ঘ ৩০ বছরের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন অতিথি এবং শিক্ষার্থী-অভিভাবকরা। পরে নীলিমা দাশ তার অনুভূতি ব্যক্ত করেন উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!