চকরিয়ায় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ, ৬ তরুণ-তরুণী আটক

কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী।

অভিযানে শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ ছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ ও দোকানের সামনে মালামাল রাখার দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লাখ ৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে গাড়ি পার্কিং করায় দুটি গাড়িও জব্দ করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ‌‘পৌরশহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। ওষুধের দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং দোকানের সামনে অবৈধভাবে মালামাল রাখার দায়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া পুরাতন বাস টার্মিনাল এলাকায় গাড়ির কাউন্টার বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। সড়কে যততত্র গাড়ি দাঁড় করিয়ে মালামাল লোড-আনলোড করার দায়ে দুটি গাড়ি জব্দ করেছি এবং পৌরশহরের আবাসিক হোটেল ডি-ফোর থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ জন তরুণ-তরুণীকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘পৌরশহরে কোনোভাবেই ভাসমান দোকান বসানো যাবে না। পুরাতন বাস টার্মিনালে থাকা কাউন্টারগুলোকে অবশ্যই নির্দিষ্ট বাস টার্মিনালে চলে যেতে হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!