চকরিয়ায় আগামীকাল থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী রাস মহোৎসব

মুকুল কান্তি দাশ,চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় আগামীকাল থেকে শুরু হচ্ছে চারদিন ব্যাপী রাস মহোৎসব ও মেলা। উপজেলার হারবাং ধর পাড়াস্থ কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে এ রাস মহোৎসব অনুষ্ঠিত হবে।

চকরিয়ায় আগামীকাল থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী রাস মহোৎসব 1

রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৬ টায় শুভ অধিবাসের মধ্য দিয়ে চারদিন ব্যাপী রাস মহোৎসব আরম্ভ হবে। এদিন রাত ৮টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। পাশাপাশি প্রতিমা প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন -চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি থাকবেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। এতে ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যস্থ স্টার্ট ক্লাইড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড.নির্মল চন্দ্র ধর, চট্টগ্রামের বাঁশখালীস্থ চিন্তাহারী সাধনপীঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহানন্দ পূরী মহারাজ, অধ্যাপক স্বপন চৌধুরী।

এছাড়া রাতে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান। হারবাং রাস মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি সজল ধর জানান, সোমবার ভোর রাত থেকে দুই দিন ব্যাপী ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ আরম্ভ হবে। এই মহোৎসব অসম্প্রদায়িক মিলন মেলায় পরিণত হবে। এখানে সকল সম্প্রদায়ের লোকজন জড়ো হয়ে মহাপ্রসাদ গ্রহণ করবে।

রাস মহোৎসব উপলক্ষ্যে চারদিন ব্যাপী মেলাও বসবে। বুধবার ঊষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও ভক্তদের নগর পরিক্রমার মধ্য দিয়ে রাস উৎসবের সমাপ্তি ঘটবে বলে তিনি জানান।

 

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!