চকবাজারে সিএনজিতে হঠাৎ আগুন!

তপ্ত দুপুর, মাথার উপর খাঁ খাঁ রোদ। চারদিকে গাড়ির পেঁপু শব্দ। কাজের তাগিদে মানুষজনের আনাগোনায় মুখর চকবাজার এলাকা। অন্যান্য দিনের মতই সড়কে চলছে যান চলাচল। সবকিছুই চলছে স্বাভাবিক। হঠাৎ কেয়ারির সামনে সিএনজিতে আগুন। দাউদাউ করে মুহূর্তেই পুরো সিএনজিতে ছড়িয়ে যায় আগুনের শিখা।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে চকবাজার এলাকায় কেয়ারির সামনে এ আগুনের ঘটনা ঘটে। যাত্রী বা চালক কেউই ক্ষতিগ্রস্ত না হলেও সিএনজিটি চোখের সামনে পুড়েছে অথচ চালকের দেখা মেলেনি।

প্রত্যক্ষদর্শী সুমিত রবিন বলেন, ‘যখন সিএনজিতে আগুন জ্বলছে তখন তার একটু পিছনেই আমি উবারে ছিলাম। ভাগ্যিস সবাই সরে যাওয়ার সময় পেয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন,’ খবর পাওয়ার সাথে সাথে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে সিএনজিতে আগুনের সূত্রপাত ঘটে। হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আনুমানিক ৪ লক্ষ টাকার ইঞ্জিন উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ‘ আগুনে ক্ষতিগ্রস্ত সিএনজি এখন আমাদের হেফাজতে রয়েছে। চালকের খোঁজ পাওয়া যায়নি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, ‘ দুপুরে চকবাজার কেয়ারির সামনে একটা সিএনজিতে আগুন লাগলে আমরা ফায়ার সার্ভিসকে জানাই। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে, সিএনজিতে আগুন লাগায় চকবাজার এলাকায় প্রায় ১ ঘন্টা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

(এসআর)

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!