ঘূর্ণিঝড় বুলবুল—সতর্কতায় বান্দরবানের থানচিতে ভ্রমণে নিষেধাজ্ঞা

ঘূর্ণিঝড় বুলবুল— সম্ভাব্য ক্ষতি ঠেকাতে ও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বান্দরবানের থানচি উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল।

তিনি জানান, ‘যতদিন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর থেকে কোন ক্লিয়ারেন্স পাবো না ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।’

তিনি আরো জানান, গতকাল (শুক্রবার) পর্যন্ত থানচি উপজেলার দূর্গম পর্যটনকেন্দ্রগুলোতে প্রায় হাজার খানেক পর্যটক গেছেন। আমরা ওই পর্যটন কেন্দ্রগুলোর আশপাশের জনপ্রতিনিধি ও বিজিবির সদস্যদের বার্তা দিয়েছি পর্যটকরা যেন খুব তাড়াতাড়ি থানচি সদরে ফিরে আসেন।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন— শুক্রবার-শনিবার নিয়মিত বন্ধের সাথে ঈদে মিলাদুন্নবীর ৩দিনের ছুটিতে থানচি উপজেলার বহুল পরিচিত পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণের উদ্দেশ্যে অনেক পর্যটকের সমাগম হয়েছে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!