১০ ফুট লম্বা অজগর ১১ মাইলে

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১১ মাইল এলাকায় একটি মাছের প্রজেক্টে শনিবার (৯ নভেম্বর) ১০ ফুট লম্বা একটি পাইথন প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা অজগর সাপটি দেখে হাটহাজারী বিট কাম চেক স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়াকে খবর দিলে তিনি বনকর্মীদের সহায়তায় অজগরটি উদ্ধার করেন। পরে ঊর্ধ্বতন বন কর্মকর্তা এবং হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারকে এ ব্যাপারে অবহিত করা হয়। বন কর্মকর্তার নির্দেশে হাটহাজারী ব্লকের গহীন বনাঞ্চলে অজগরটি অবমুক্ত করা হয়।

হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে আসতে পারে।

ফরেস্টার সৌমেন বড়–য়া জানান, নন্দীরহাট কালীবাড়ি সংলগ্ন এলাকায় গত ২৪ অক্টোবরও ১০ ফুট লম্বা ১টি অজগর উদ্ধার করা হয়।

সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!