ক্ষতিকর কেমিক্যাল দিয়ে বিস্কুট বানায় চাক্তাইয়ের ‘ফ্রিজিয়া ফুড প্রোডাক্টস’

দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরে অস্বাস্থ্যকর পরিবেশে এবং ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে বিস্কুট তৈরি করে ‘ফ্রিজিয়া ফুড প্রোডাক্টস’ নামে এক প্রতিষ্ঠান। ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ওই প্রতিষ্ঠানকে গুনতে হয়েছে দেড় লাখ টাকা জরিমানা।

সোমবার (১৮ মার্চ) নগরের চর চাক্তাই এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মো. ফয়েজ উল্লাহ বলেন, বিস্কুট তৈরির প্রতিষ্ঠানে অপরিষ্কার পরিবেশ এবং বিস্কুট তৈরিতে অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করায় ‘ফ্রিজিয়া ফুড প্রোডাক্টস’ নামে এক ফ্যাক্টরিকে জরিমানা করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!