কোতোয়ালীতে ৪০০ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ৪০০ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

সোমবার (২৯ জুলাই) দুপুর বারোটায় সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ নুর (২৮) ও আল-আমিন তুহিন (২২)। মোহাম্মদ নুর কক্সবাজারের হাবিবুল্লাহর ছেলে ও তুহিন ফটিকছড়ির ভূজপুরের সাহেব আলীর ছেলে।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ মোহাম্মদ নুর ও তুহিনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ থেকে কম দামে ক্রয় করে নগরের বিভিন্নস্থানে মোটর সাইকেলযোগে বেশি দামে বিক্রয় করে আসছে তারা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, তুহিন তার বন্ধুর কাছ থেকে ইয়ামাহা আর-১৫ মডেলের মোটর সাইকেল চেয়ে নিয়ে ‘একটু ঘুরতে যাওয়ার’ নামে নগরে এসেছিলেন ইয়াবা কিনতে! সময়মতো হাজির ছিলেন টেকনাফের ইয়াবা বিক্রেতা মোহাম্মদ নুর। ক্রেতা-বিক্রেতার লেনদেনের মাঝে পৌঁছে যান গোয়েন্দা পুলিশ। এ সময় দুজনকেই আটকের পাশাপাশি জব্দ করা হয়েছে ব্যবহৃত মোটর সাইকেলটিও।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!