কুতুবদিয়ায় অগ্নিকান্ডে তিন বসতঘর ভস্মীভূত:আহত-৪

কুতুবদিয়ায় অগ্নিকান্ডে তিন বসতঘর ভস্মীভূত:আহত-৪ 1কুতুবদিয়া প্রতিনিধি : কুতবদিয়ায় অগ্নিকান্ডে তিন বসতঘর ভস্মীভুত হয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে লেমশীখালী ইউনিয়নের নতুন করলা পাড়ার বজল আহমদ, রেজাউল করিম, শহীদুল ইসলামের বসতঘর পুড়ে যায়। বর্তমানে এ তিন পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এসময় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করতে গিয়ে আহত হয় ৭ম শ্রেণীর ছাত্র কায়সার আলম, শারমিন আকতার বিউটি ও দিলোয়ারা বেগম ।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, বজল করিম এবং তার দুই পুত্র রেজাউল করিম ও শহীদুল ইসলাম একই ঘরে থাকত। ৩১ জানুয়ারি (মঙ্গলবার) আনুমানিক রাত আড়াইটার সময় তাদের বসতঘর পুড়ে যায়। পুর্ব শত্র“তার জের ধরে পার্শ্ববর্তী ফজল করিম তাদের বসতি উচ্ছেদ করার জন্য ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় । প্রত্যক্ষদর্শী হাজী হাছান আলী (৮১) জানান, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার সময় মানুষের চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি বজল করিমের ঘর পুড়ে যাচ্ছে। আগুন লাগার আধাঘন্টার মধ্যে সম্পুর্ন বসতঘর পুড়ে যায়।
লেমশীখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোছাইন ও স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বজল করিম জানান, এক সপ্তাহ পূর্বে স্থানীয় ফজল করিমের স্ত্রী রবিজা বেগম পুর্ব শত্র“তার জের ধরে কুতুবদিয়া আদালতে ৬ জনকে আসামী করে মামলা রুজু করলে আদালত বজল করিম, রেজাউল করিম, শহীদুল ইসলাম, ময়না বেগম, বিউটি আকতার ও শারমিন আকতারকে গেপ্তারী জারী করেন। আসামীরা পলাতক থাকার সুবাদে ফজল করিম ৫/৬ জন দুর্বৃত্ত নিয়ে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
কুতুবদিয়ায় অগ্নিকান্ডে তিন বসতঘর ভস্মীভুত:আহত-৪
কুতুবদিয়া প্রতিনিধি : কুতবদিয়ায় অগ্নিকান্ডে তিন বসতঘর ভস্মীভুত হয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে লেমশীখালী ইউনিয়নের নতুন করলা পাড়ার বজল আহমদ, রেজাউল করিম, শহীদুল ইসলামের বসতঘর পুড়ে যায়। বর্তমানে এ তিন পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এসময় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করতে গিয়ে আহত হয় ৭ম শ্রেণীর ছাত্র কায়সার আলম, শারমিন আকতার বিউটি ও দিলোয়ারা বেগম ।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, বজল করিম এবং তার দুই পুত্র রেজাউল করিম ও শহীদুল ইসলাম একই ঘরে থাকত। ৩১ জানুয়ারি (মঙ্গলবার) আনুমানিক রাত আড়াইটার সময় তাদের বসতঘর পুড়ে যায়। পুর্ব শত্র“তার জের ধরে পার্শ্ববর্তী ফজল করিম তাদের বসতি উচ্ছেদ করার জন্য ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় । প্রত্যক্ষদর্শী হাজী হাছান আলী (৮১) জানান, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার সময় মানুষের চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি বজল করিমের ঘর পুড়ে যাচ্ছে। আগুন লাগার আধাঘন্টার মধ্যে সম্পুর্ন বসতঘর পুড়ে যায়।
লেমশীখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোছাইন ও স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বজল করিম জানান, এক সপ্তাহ পূর্বে স্থানীয় ফজল করিমের স্ত্রী রবিজা বেগম পুর্ব শত্র“তার জের ধরে কুতুবদিয়া আদালতে ৬ জনকে আসামী করে মামলা রুজু করলে আদালত বজল করিম, রেজাউল করিম, শহীদুল ইসলাম, ময়না বেগম, বিউটি আকতার ও শারমিন আকতারকে গেপ্তারী জারী করেন। আসামীরা পলাতক থাকার সুবাদে ফজল করিম ৫/৬ জন দুর্বৃত্ত নিয়ে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!