কাজির দেউড়ির লাইক রেস্টুরেন্টে খেতে গিয়ে প্রাইভেট কার খোয়ালেন প্রবাসী

পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়ে গাড়ি হারালেন প্রবাসী মো. মঈনউদ্দীন। চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ির স্টেডিয়ামের মোড় সংলগ্ন লাইক রেস্টুরেন্টের পেছনে পার্কিং থেকে তার প্রাইভেট কারটি চুরি হয়ে যায়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

প্রবাসী মো. মঈনউদ্দীন বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর কাজিরদেউড়ির স্টেডিয়াম মোড় সংলগ্ন লাইক রেস্টুরেন্টে পরিবার নিয়ে খেতে যাই। এ সময় আমার টয়োটা এক্স করোলা মডেলের সিলভার কালার কারটি (চট্টমেট্রো—গ—১১—১৯৭৫) রেস্টুরেন্টের পেছনের পার্কিংয়ে রাখি। কিন্তু এ সময় গাড়িটি পার্কিং করা হলেও কোনো টোকেন নেওয়া হয়নি। এর ঠিক ২০ থেকে ২৫ মিনিট পর পার্কিংয়ের কাউন্টারে টাকা দেওয়ার পর দেখি আমার গাড়িটি নেই।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর কোতোয়ালী থানায় ফোন করে জানালে পুলিশ আসে।  আশপাশে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা রয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে।’

এ বিষয়ে জানতে চাইলে লাইক রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, ‘পার্কিংটি বাংলাদেশ নেভির টাইগারপাস ওআইসি’র তত্ত্বাবধানে পরিচালিত হয়।’

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নেভির টাইগারপাস (ওআইসি) লেফট্যানেন্ট হারুন বলেন, ‘তিনি (মঈনউদ্দীন) গাড়ি রেখে পার্কিং কাউন্টার থেকে টিকিট কাটেননি। তাই এটি কাউন্ট করা হয়নি। যার ফলে আমরা কোনো অ্যাকশন নিতে পারছি না।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘লাইক রেস্টুরেন্টে পার্কি এরিয়া থেকে প্রাইভেট কার চুরির মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। সিএমপি পুলিশের ওয়ারলেসে বার্তাও পাঠানো হয়েছে।’

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!