রেডজোন চট্টগ্রামসহ ১০ জেলায় সাধারণ ছুটি ঘোষণার প্রজ্ঞাপন জারি

করোনা সংক্রমণের হার বিবেচনায় পূর্ব ঘোষিত রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে রোববার (২১ জুন) রাতে সাধারণ ছুটি ঘোষণা করে জারি করা ওই প্রজ্ঞাপনে নতুন কিছু নেই, চট্টগ্রামে সরকারের কার্যকর থাকা সিদ্ধান্তকেই প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে।

মূলত ১৭ জুন থেকে চট্টগ্রাম নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে লকডাউন চলছে। লকডাউনে ওই ওয়ার্ডে সরকারি সিদ্ধান্তে সাধারণ ছুটি কার্যকর আছে। সাধারণ ছুটির আওতার বাইরে রাখা হয়েছিল বিসিক শিল্প এলাকা— প্রজ্ঞাপনেও তাই উল্লেখ আছে।

রাষ্ট্রপতির অনুমতিক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে চট্টগ্রাম ছাড়া অন্য নয়টি জেলা হলো— বগুড়া, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ ও কুমিল্লা।

করোনা প্রতিরোধে গঠিত সরকারের কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির ১৩ জুন তাদের দ্বিতীয় বৈঠকে দশ জেলার রেড জোন নির্ধারণ করে তা লকডাউনের সুপারিশ করে। সেই সুপারিশ স্থানীয় প্রশাসন ইতোমধ্যে বাস্তবায়ন শুরু করেছে। সে হিসেবে চট্টগ্রামের উত্তর কাট্টলী লকডাউনের পাঁচ দিনের মাথায় এসে প্রজ্ঞাপন জারি হলো।

করোনা প্রতিরোধে কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির সুপারিশে চট্টগ্রাম নগরীর অন্যান্য এলাকা হলো ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ড, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড, ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ড, ২১ নম্বর জামালখান ও ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ড, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড, ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড। চট্টগ্রামের প্রশাসন ২১ জুন পর্যন্ত ওই ৯টি ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত নিতে পারেনি।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!