কক্সবাজারে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন কক্সবাজার সদরের ঈদগাঁও চাঁন্দেরঘোনা এলাকার প্রবীণ ব্যবসায়ী ও রিদুয়ান গার্মেন্ট মালিক মাওলানা কামেল ইবনে শরিফ (৬০)।

বুধবার (৩ জুন) সকাল ৭টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শেষে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মঙ্গলবার (২ জুন) দুপুর থেকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন মাওলানা কামেল ইবনে শরিফ। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মরহুমের বড় ভাই মাওলানা ফাজেল ইবনে শরীফ।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ঈদুল ফিতরের কয়েকদিন আগে থেকে জ্বর, সর্দি, কাশি দেখা দিলে স্থানীয় এক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করেন শরিফ। জ্বর উঠানামা করছিল কয়েকদিন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে মঙ্গলবার দুপুরে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানের আইসোলেশনে বুধবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মাওলানা ফাজেল ইবনে শরীফ জানান, তার ভাইয়ের করোনা টেস্টের জন্য ৪/৫দিন আগে নমুনা জমা দেওয়া হয়েছিল। এখনো রিপোর্ট আসেনি।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!