এসপির স্ত্রী হত্যা আর সারাদেশে চলমান হত্যাকাণ্ড একই সুত্র বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজীব সেন প্রিন্স, বিশেষ প্রতিনিধি : 

 

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা অাক্তার মিতুর হত্যাকণ্ডটি দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই সংঘঠিত হচ্ছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,  এ হত্যাটি সারাদেশে চলমান হত্যাকাণ্ডের সাথে এক সূত্রে গাঁথা।

 

তিনি বলেছেন, পরিকল্পিত ভাবে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে। দেবশকে অস্থিতিশীল করতে চলমান হত্যাকাণ্ডের সাথে এটিও এক সূত্রে গাঁথা। তবে দেশের অনেক টার্গেট কিলিং এর সাথে জড়িত আছে এমন অনেককেই গ্রেফতার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরও শিগগির গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
রোববার দুপুরে জিইসি মোড়ের বাসায় বাবুল আক্তারের সাথে দেখা করে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘’জঙ্গি দমনে আলোচিত ও প্রশংসিত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করতেই তার স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন জঙ্গিরা।

 

তাদের ধারণা পুলিশের কাউকে হত্যা করলেই জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে পুলিশের মনোবল ভেঙে যাবে। জঙ্গিগোষ্ঠীর টার্গেট ছিলেন বাবুল আক্তার। তাকে না পেয়ে তার স্ত্রীকে টার্গেট করে জঙ্গিরা হত্যা করেছে।’

তবে তিনি হুঁশিয়ারি উচ্চারন করে বলেন, পুলিশের মনোবল কখনো ভ‍াঙবে না। কারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, কারা জড়িত তা খুব শিঘ্রই তদন্ত করে বের করা হবে।

দুই মাস আগে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়ে ঢাকায় আসার আগে চট্টগ্রামে গোয়েন্দা পুলিশে দায়িত্ব পালন করেন বাবুল আক্তার। সে সময় তার নেতৃত্বে জেএমবির আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে নেতা পর্যায়ের একজন পুলিশের সঙ্গে এক অভিযানে থাকা অবস্থায় গ্রেনেড বিস্ফোরণে নিহত হন। জঙ্গি দমনে ভূমিকার জন্য প্রশংসিত বাবুল ঢাকায় পুলিশ সদরদপ্তরে যোগ দিলেও তার পরিবার ছিল চট্টগ্রাম শহরে।

রবিবার সকালে নগরীর জিইসি মোড়ের কাছে ছেলেকে স্কুলবাসে তুলে দেওয়ার সময় তার স্ত্রী মাহমুদার মাথায় গুলি করে মোটরসাইকেলআরোহী হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!