ঋণের চাপে বিষপান, পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেল সুমন

অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় মহাজনের সুদের ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করা প্রতিমা কারিগর সুমন আচার্য্যকে (৩৫)। পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সুমন পটিয়ার ধলঘাট ইউনিয়নের উত্তম আচার্য্যের ছেলে।

জানা যায়, শুক্রবার (১৮ অক্টোবর) উপজেলার পরৈাকোড়া ইউনিয়নের কালীগঞ্জ গ্রামে একটি ভাড়া বাসায় সুদে মহাজনদের টাকা পরিশোধ করতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে সুমন। এ ঘটনায় তার স্ত্রী তৃষ্ণা আচার্য্য সোমবার (২১ অক্টোবর) বিকালে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরে একটি লিখিত অভিযোগ করেন।

সুমন আচার্য্যের স্ত্রী তৃষ্ণা আচার্য্য বলেন, ‌‘মহাজনদের টাকা দিতে না পারলে তারা আমার শাশুড়ি ও স্বামীকে শারীরিকভাবে নির্যাতন করে। আমার স্বামী এসব অপমান সইতে না পেরে বিষপান করে। মেডিকেলে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে সে মারা যায়। আমার স্বামীর মৃত্যুর জন্য সুদ ব্যব্সায়ীদের বিচার দাবি করছি।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘সুদের মহাজনদের জ্বালায় সে বিষপান করেছে— এমনটি অভিযোগ করেছে তার স্ত্রী। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!