অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৭৭/৯

অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৭৭/৯ 1ক্রীড়া প্রতিদিন : চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে আজ। বুধবার দিন শেষে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৩৭৭ রান। অর্থাৎ, এখন পর্যন্ত ৭২ রানের লিডে রয়েছে অজিরা। কারণ, প্রথম ইনিংসে ৩০৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ।

গতকাল দুই উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। আজ তাদের তৃতীয় উইকেটের পতন ঘটে দলীয় ২৫০ রানে। পিটার হ্যান্ডসকম্বকে রান আউট করেন সাকিব আল হাসান।

এরপর সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। মোস্তাফিজুর রহমানের বলে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন তিনি। ওয়ার্নারের ব্যক্তিগত সংগ্রহ ১২৩ রান। এরপর সৌম্য সরকারের হাতে ক্যাচ বানিয়ে হিলটন কার্টরাইটকে ফেরান মেহেদী হাসান মিরাজ।

দলীয় ৩৪২ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। ম্যাথু ওয়েডকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোস্তাফিজুর রহমান। এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।

মিরাজের তৃতীয় শিকার হন প্যাট কামিন্স। এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন এই অজি ব্যাটসম্যান। দিনের সর্বশেষ উইকেটটি শিকার করেন সাকিব আল হাসান। অ্যাশটন আগারকে বোল্ড করেন তিনি।

গত সোমবার শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। ম্যাচের প্রথমদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর

তৃতীয় দিন শেষে ৭২ রানের লিডে অস্ট্রেলিয়া

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩০৫ (১১৩.২ ওভার)

(তামিম ইকবাল ৯, সৌম্য সরকার ৩৩, ইমরুল কায়েস ৪, মুমিনুল হক ৩১, সাকিব আল হাসান ২৪, মুশফিকুর রহিম ৬৮, সাব্বির রহমান ৬৬, নাসির হোসেন ৪৫, মেহেদী হাসান মিরাজ ১১, তাইজুল ইসলাম ৯, মোস্তাফিজুর রহমান ০*; প্যাট কামিন্স ০/৪৬, নাথান লায়ন ৭/৯৪, স্টিভ ও’কিফি ০/৭৯, অ্যাশটন আগার ২/৫২, গ্লেন ম্যাক্সওয়েল ০/১৩, হিলটন কার্টরাইট ০/১৬)।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৭৭/৯ (১১৮ ওভার)

(ম্যাট রেনশ ৪, ডেভিড ওয়ার্নার ১২৩, স্টিভেন স্মিথ ৫৮, পিটার হ্যান্ডসকম্ব ৮২, গ্লেন ম্যাক্সওয়েল ৩৮, হিলটন কার্টরাইট ১৮, ম্যাথু ওয়েড ৮, অ্যাশটন আগার ২২, প্যাট কামিন্স ৪, স্টিভ ও’কিফি ৮*, নাথান লায়ন ০*; মেহেদী হাসান মিরাজ ৩/৯৩, মোস্তাফিজুর রহমান ৩/৮৪, সাকিব আল হাসান ১/৮২, তাইজুল ইসলাম ১/৭৮, নাসির হোসেন ০/১৪, মুমিনুল হক ০/৬, সাব্বির রহমান ০/৯)।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!