শীতার্তদের মাঝে চট্টগ্রাম এলিট ক্লাবের কম্বল বিতরণ

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি শুরু করেছে ‘চট্টগ্রাম এলিট ক্লাব লিমিটেড (সিএসিএল)’।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট আমানুল্লাহ আল সগির ছুট্টু। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট খন্দকার ইবনে বোরহান সুইট, মাছুম আহমেদ, জেনারেল সেক্রেটারি নওশাদ চৌধুরী মিটু, নির্বাহী সদস্য সাহেলা আবেদীন ও এইচএম ইলিয়াস।

কম্বল বিতরণের পর ক্লাবের উদ্যোগে একই এলাকায় গাছের চারা রোপণ ও তরুণদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, ৬০ লাখ মানুষের নগরী চট্টগ্রামে মননশীল সামাজিক ক্লাবের শূন্যতা পূরণের প্রচেষ্টাসহ বন্ধুত্ব সুদৃঢ়করণ, সমাজের প্রতি দায়িত্বশীলতা বিনির্মাণ, পরিবারের অপরিহার্য বিনোদন সৃষ্টির প্ল্যাটফরম প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমমনা পেশাজীবীদের সমন্বয়ে সম্প্রতি গঠিত হয় ‘চট্টগ্রাম এলিট ক্লাব লিমিটেড (সিএসিএল)’।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ৩০ আগস্ট ‘চট্টগ্রাম এলিট ক্লাব লিমিটেড (সিএসিএল)’ এর লোগো উন্মোচন উৎসব অনুষ্ঠিত হয়। আগামী ১ জানুয়ারি ২০২০ সন্ধ্যায় নগরীর হোটেল রেডিসন ব্লুর মেজবান হলে ‘চট্টগ্রাম এলিট ক্লাব লিমিটেড এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!