মাইক্রোবাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ৮

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজ পাড়ার মৃত কবির আহমদের পুত্র সোহেল উদ্দীন (৩৩), একই এলাকার আবদু শুক্কুরের পুত্র রাশেল (১৬)। এই দুজন মিনি পিকআপ ভ্যানে ছিলেন। মাইক্রেবাসের যাত্রীদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। তবে সোহেলের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, চকরিয়ামুখী মালামাল ভর্তি একটি মিনি পিকআপ এবং কক্সবাজারমুখী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হলে উভয় গাড়ির অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গাড়ি দুটি ফাঁড়ির হেফাজতে নেওয়া হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm