বুধবার থেকে লকডাউন হয়ে যাচ্ছে ফটিকছড়ি

করোনা সংক্রমণের হার ছাড়িয়ে গেছে ৩৪ শতাংশ

করোনার উচ্চমাত্রার সংক্রমণের কারণে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আগামী ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামে উপজেলা পর্যায়ে আলাদা করে লকডাউনের প্রথম ঘটনা এটি।

গত দুই সপ্তাহে এই উপজেলায় সংক্রমণের হার ৩৪ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুন) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত কমিটির সভায় এ ঘোষণা দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। একই সঙ্গে চট্টগ্রাম নগরীতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ওষুধের দোকান এই নিদের্শনার বাইরে থাকবে বলে জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসনের সভায় আরও বলা হয়, চট্টগ্রামে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় সংক্রমণের হার বেশি।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!