চট্টগ্রামে আবার করোনার কড়াকড়ি, দোকান বন্ধ হবে ৮টার মধ্যে

ঢোকা যাবে না পতেঙ্গা সৈকতে

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম মহানগরে আগামীকাল বুধবার (২৩ জুন) থেকে ওষুধের দোকান ছাড়া সকল দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাত ৮টার মধ্যে।

মঙ্গলবার (২২ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের সভা কক্ষে কোভিড-১৯ জেলা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে এতে সিভিল সার্জনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নগরীর হোটেলগুলো ৫০ শতাংশ মানুষকে খাবার বিক্রি করতে পারবে। নির্দেশনা অমান্য করলে হোটেল সিলগালা করে দেওয়া হবে।

এদিকে বুধবার (২৩ জুন) থেকে ভ্রাম্যমাণ আদালতের ১২টি টিম নগরে কাজ করবে।

এছাড়া পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগম এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। কোনোভাবেই মানুষ পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রবেশ করতে পারবে না। অন্যথায় সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

এএন/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!