নগরে আরো ৩২ ডেঙ্গু রোগী শনাক্ত

দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। নগরীতে আরো ৩২ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৫৩ জনে।

এর মধ্যে চমেক হাসপাতালে ২০ , বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে ৩ , পার্কভিউ হাসপাতালে ২, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২, রয়েল হাসপাতালে ১, ইউএসটিসি হাসপাতালে ১, ম্যাক্স হাসপাতালে ১ , ন্যাশনাল হাসপাতালে ১ ও লোহাগাড়া উপজেলা হাসপাতালে একজন চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই বছরে সব মিলিয়ে এই পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা গিয়ে দাড়িয়েছে ২৫৩ জনে।

চমেক হাসপাতালের উপ-পরিচালক আখতারুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শুক্রবার (২ আগস্ট) হাসপাতালে আরো ২০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সব মিলিয়ে বর্তমানে ৭৩ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি মো.নুরুল হায়দার চট্টগ্রাম প্রতিদিনকে জানান, বৃহস্পতিবারের মধ্যে আরো ৩২ রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে বেসরকারি হাসপাতালগুলোতে ১২ রোগী শনাক্ত হয়েছেন।

এসএএস/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!