কোতোয়ালীতে ২০ চোরাই মোবাইলসহ যুবক আটক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর আলকরণ এলাকা থেকে ২০টি চোরাই মোবাইল সেটসহ মো. রাসেল নামের এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) রাত সোয়া ১টার দিকে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

মো. রাসেল (২৮) চন্দনাইশ থানার বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাবু সওদাগরের বাড়ির মৃত আহমদ নূরের ছেলে।

চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, ‘আলকরণ এলাকায় অভিযান চালিয়ে ২০টি চোরাই মোবাইল সেট ও নগদ ১৫ হাজার টাকাসহ মো. রাসেল নামে একজনকে আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘রাসেলসহ একাধিক লোক মিলে দেশের বিভিন্ন স্থানের চোরাই ও ছিনতাইকৃত মোবাইল সংগ্রহ করে। পরে সেসব মোবাইল সেট বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করেন।’

রাসেল মোবাইল সেটগুলোর বৈধ কোনো কাগজ দেখাতে পারেননি বলে জানান তিনি।

Yakub Group

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!