এসপির স্ত্রী খুনীরা রেহাই পাবে না-প্রধানমন্ত্রী

মোস্তাফা জাহেদ, সৌদি আরব থেকে : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যায় জড়িতরা রেহাই পাবে না। নৃশংস এ খুনে জড়িতদের বিচারের মুখোমুখি করতে চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

 

সোমবার (৬ জুন) সন্ধ্যায় সৌদি আরবের মদিনা হিল্টন হোটেলে প্রবাসী বাঙালিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ওই হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটল। পুলিশ অফিপ্রধানমন্ত্রী_88671সারের স্ত্রীকে হত্যা করা হলো। তার তো কোনো দোষ ছিলো না। বাচ্চার সামনে থেকে টেনে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।’

শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সুদৃঢ়। আমরা চাই না বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটুক। তবুও বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাচ্ছে। এটা অত্যন্ত কাপুরুষোচিত কাজ।’

সরকারের সন্ত্রাসবিরোধী অবস্থানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘সবার সঙ্গে আমাদের সুসম্পর্ক বিশেষ করে সৌদি আরবের সঙ্গে। সৌদি আরব যেসব পদক্ষেপ নিয়েছে যেমন আন্তর্জাতিক পর্যায়ে কাউন্টার টেরোরিজমের যে পদক্ষেপ, আমরা সেখানে সমর্থন করেছি।

রবিবার সকাল ৬ টা ৩৩ মিনিটে নগরীর ও আর নিজাম রোডে এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা আকতার মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ওই এলাকার একটি ভবনের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে খুন করে মোটর সাইকেলে তিনজনকে পালিয়ে যেতে দেখা যায়। একই দিন রাতে পাঁচলাইশ থানার বাদুরতলা বড় গ্যারেজ এলাকা থেকে এই মোটর সাইকেলটি উদ্ধারের পর পুলিশ নিশ্চিত করে, এটিই খুনিরা ব্যবহার করেছিল। পরে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দিওয়া হয়েছে বলে জানা গেছে।

 

সৌদি আরবের মদিনা হিল্টন হোটেলে প্রবাসী বাঙালিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা দেখছেন যে, বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি। আপনারা নিজেরাও উপলব্ধি করতে পারছেন, আমরা বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছি। এখন আর কেউ বাংলাদেশকে অবহেলার চোখে দেখে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দরিদ্র বলে কেউ আর গালি দিতে পারবে না। আমরা দারিদ্র্যসীমা থেকে উঠে আসার পথে অনেক দূর এগিয়ে গেছি। আমাদের আরও এগিয়ে যেতে হবে।’

অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের অর্থনীতি এখন খুবই ভালো অবস্থায় আছে। বাংলাদেশের মানুষের অবস্থা এখন অনেক ভালো। দারিদ্র্যের হার অনেকটা কমে গেছে। রিজার্ভ, মাথাপিছু আয় বেড়েছে।’

অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের কয়েকজনও বক্তব্য রাখেন।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গত ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ দিনের সৌদি আরব সফরে যান। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গত রোববার রমজান মাসের চাঁদ দেখা যায়। এর ফলে ওই অঞ্চলের দেশগুলোতে গত সোমবার (৬ জুন) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। আর এ কারণে সোমবার থেকেই প্রধানমন্ত্রী রোজা শুরু করেছেন। প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে মঙ্গলবার (৭ জুন)।

 

সৌদি আরব প্রতিনিধি

এ এস / জি এম এম / আর এস পি :::

 

 

 

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!