হাটহাজারীতে রাস্তা দখল করা ১২ অবৈধ দোকান উচ্ছেদ

হাটহাজারীতে অবৈধভাবে রাস্তা দখল করে গড়ে তোলা ১২ দোকান উচ্ছেদ করে ট্রাফিক বিভাগকে বুঝিয়ে দেয় উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যানজট নিরসনে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক থেকে মেখল, ইছাপুর কিংবা রাউজানগামী ছোট গাড়িগুলো চলার জন্য হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডের বীর মুক্তিযোদ্ধা এস.এম. ইলিয়াস চৌধুরী লেন হাটহাজারী পৌরসভা কর্তৃক বিপুল অর্থ ব্যয় করে টেকসই করে বানানো হয়েছিল। রাস্তার উপরেই দখল করে ফলের বাজার বানায় দখলদাররা। সেই রাস্তা থেকে ১২ দোকান উচ্ছেদ করে ট্রাফিক বিভাগকে বুঝিয়ে দেয়া হয়।

রুহুল আমিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন,‘এই স্থাপনা উচ্ছেদ করলে যানজট কমবে। বাসস্ট্যান্ডের যানজট কমানোর জন্য আমরা পর্যায়ক্রমে কাজ করছি। তার মধ্যে এই লেন টা মুক্ত করা। এটা কাজে লাগাতে পারলে ছোট গাড়িগুলো সহজেই যানজট থেকে বের হতে পারবে।’

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!