পেকুয়া কলেজের তিন শিক্ষককে পিটিয়ে আহত করেছে শিক্ষার্থীরা : শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

কক্সবাজার পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়া জিয়াউর রহমান উপকূলীয় কলেজের তিনজন শিক্ষককে পিটিয়ে আহত করেছে শিক্ষার্থীরা।

12_bg20160806161721

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কলেজের হোস্টেল ভবনের নিচে বিক্ষোব্ধ ছাত্রদের হাতে বশির আলম ও মোঃ আলম নামের দুই শিক্ষক প্রহৃত হয়। একই সময়ে ছাত্ররা শিক্ষক মিলনায়তনে ঢুকে অপর শিক্ষক এনামুল হককে পিটিয়ে আহত করে। পরে পুলিশ এসে লাটিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় কলেজে কর্মরত শিক্ষকরা অনির্দিষ্ট কালের কর্মবিরতি ঘোষণা করেছেন।

পেকুয়া জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান বলেন, ২য় বর্ষের শিক্ষার্থীরা এইচএসসি মূল্যায়ন পরীক্ষা বানচাল করতে কিছু ছাত্র এ ঘটনা ঘটিয়েছে। আমরা এব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

পেকুয়া থানার ওসি (তদন্ত) মনজুরুল আলম বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

রিপোর্ট : ইমরান হোসাইন, পেকুয়া

এ এস / জি এম এম / আর এস পি :::  

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!