সীতাকুন্ডে এ্যাম্বুলেন্স-কাভার্ড ভ্যান সংঘর্ষে চালকসহ আহত ৫

সীতাকুন্ড প্রতিনিধি ::
সীতাকুন্ডের বাঁশবাড়ীয়া এলাকায় এ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যান সংঘর্ষে এ্যাম্বুলেন্স চালকসহ ৫জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

accident-pic-1

গতকাল রবিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, চট্টগ্রাম মূখি একটি দ্রুতগামী এ্যাম্বুলেন্স ঢাকা মেট্টো-ছ ৭৪-০১১৯ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের আর.আর টেক্সটাইল মিল নামক এলাকা অতিক্রম করছিল। এসময় গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে একই মুখি একটি প্রাণ কোম্পানীর কাভার্ডভ্যান ঢাকা মেট্টো-হ ১৪-১৯৯৫ কে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে ৫জন আহত হয়।

 

তখন এ্যাম্বুলেন্সে থাকা এক রোগীসহ দুইজনকে এলাকাবাসী উদ্ধার করে তাৎক্ষনিক ভাবে চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

 

এদিকে সীতাকুন্ড ফায়ার সার্ভিসের স্টেশান লিডার কৃষ্ণ প্রশাদ ও মোঃ মহিউদ্দিন জানান, তারা এলাকা সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

 

এঘটনায় আহত যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, ফেনী জেলার বিরেন্সি এলাকার বাসিন্দা মোঃ দুলাল এর পুত্র এ্যাম্বুলেন্স চালক মোঃ সোহাগ (২৪), একই জেলা ছাগলনাইয়া এলাকার মোঃ জসিম উদ্দিনের পুত্র পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত এ্যাম্বুলেন্স যাত্রী মোঃ সাদ্দাম হোসেন (২৫) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম তারাশাইল গ্রামের বাসিন্দা মৃত অলী মিয়ার পুত্র এ্যাম্বুলেন্স হেল্পার মোঃ সাহাদাত হোসেন(৩৫)।

 

আহত যাত্রী মোঃ সাদ্দাম হোসেন জানান, ফেনী থেকে তার গুরুতর অসুস্থ খালা শাহানা বেগম(৫০)কে এ্যাম্বুলেন্স করে চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে যাচ্ছিলেন। এসময় সীতাকুন্ড বাঁশবাড়ীয়া এলাকা অতিক্রম করার সময় এঘটনা ঘটে।

 

কুমিরা হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট মোঃ খান মিজানুর ফাহামী বলেন দূর্ঘটনা কবলিত প্রাণ কোম্পাণীর কাভার্ডভ্যানটি আটক রয়েছে। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন আহতদের শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখম হওয়ায় তাদের ৩ জনকেই আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

রিপোর্ট : শেখ সালাউদ্দীন,সীতাকুন্ড প্রতিনিধি :::

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!