৬৭-তে থেমে গেলেন পাহাড়ের কিংবদন্তি গায়ক রূপায়ন

থেমে গেলো চাকমা গানের প্রখ্যাত শিল্পী রূপায়ন দেওয়ান রাঙার জীবন-গাড়ি। ৬৭ বছর বয়সে দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগে ইতি টানলেন জীবনের। চাকমা গানের প্রখ্যাত শিল্পী রূপায়ন তার গানের কথা ও সুর দিয়ে পাহাড়ের সুর জগতে কিংবদন্তি হয়ে উঠেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টায় রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। পার্বত্য চট্টগ্রামে চাকমা গানের প্রখ্যাত এই শিল্পী ছিলেন গেংখুলী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

সংগীত শিল্পী রূপায়ন দেওয়ান রাঙার বড় ভাই হেডম্যান উদয়ন দেওয়ান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপায়ন রাঙা ১৯৫৭ সালের ৩ ফেব্রুয়ারি রাঙামাটি জেলায় জন্মগ্রহণ করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত চাকমা গানের প্রখ্যাত এই সংগীত শিল্পীর মরদেহ তার বড় ভাই ও হেডম্যান উদয়ন দেওয়ানের রাজদ্বীপ মন্দিরপাড়ার বাসায় রাখা হয়েছে।

ব্যক্তিগত জীবনে রাঙা দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। ছয় মাস আগে রাঙার স্ত্রী পুষ্পিতা চাকমাও পরলোকগমন করেছেন।

লিভার সিরোসিসে মৃত্যু হলেও তবে তার ভাই উদয়ন দেওয়ান জানান, কিডনি রোগে আক্রান্ত রূপায়ন দেওয়ান বিগত তিন বছর ধরে ডায়ালাইসিস করাতেন।

তিনি আরও জানান, ‘আগামীকাল বুধবার রাজবাড়ি মহাশ্মশানে আমার ভাইয়ের মৃতদেহের সৎকার করা হবে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!