ইসলামী ব্যাংক পটিয়া শাখার ইফতার মাহফিল

‘মাহে রমজান মুসলিম জাহানের জন্য আল্লাহর রাব্বুল আলামীনের সরাসরি রহমত। এ মাসে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম সাধনার মাধ্যমে নিজেদেরকে পরিপূর্ণ মুসলমান হিসেবে তৈরি করার অনুশীলন করে থাকে। তাই এ মাসে হক ও বেদাতকে চিহ্নিত করে হকের জীবন অনুসরণ করতে হবে।’

বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ব্যাংক পটিয়া শাখা আয়োজিত মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ।

ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জি.এম মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক ও ভিপি সৈয়দ তাজুল ইসলাম। ম্যানেজার অপারেশন রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন আল জামেয়াতুল ইসলামিয়া পটিয়ার সহকারি পরিচালক মুফতি মাওলানা আবু তাহের নদভী।

বক্তব্য রাখেন ইন্দ্রপোল লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক, কাউন্সিলর আবু ছৈয়দ, ছাবের আহমদ মুন্না প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম নুরী আল কাদেরী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!