সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিভাবক সমাবেশ

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে দুপুর অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মানসম্পন্ন/গুণগত প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন উপস্হিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বড় হতে হলে বিনয়ী হতে হবে’, অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন,‘ প্রতিটি শিশুকে নৈতিকতা শিক্ষা দিতে হবে অল্পবয়স থেকেই, তাছাড়া তাদের পুষ্টিমান সম্পন্ন খাবার দেওয়া হচ্ছে কিনা সেদিকেও মায়েদের খেয়াল রাখতে হবে।’

বক্তারা বলেন, একেবারে গোড়া থেকে মানসম্মত বিকাশ ও পরিচর্যার মধ্য দিয়ে সন্তানদের গড়ে তোলার বিষয়ে আহ্বান জানান। সর্বজনীন ও গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য সরকার যেসব কার্যক্রম হাতে নিয়েছে তার বাস্তব প্রতিচ্ছবি এখন প্রতীয়মান।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন রায়, এছাড়া ও উপস্হিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারে, সমাজসেবা অফিসার ও অভিভাবকরা।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!