‘সিন্ডিকেটের পকেট নিরাপদ রাখতে জনগণের পকেট কাটছে সরকার’

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকার সম্পূর্ণ অযৌক্তিকভাবে বিনা কারণে গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের মূল্য এক লাফে গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ বাড়ানো হলো। দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় হারের মূল্য বৃদ্ধি। এই পর্যন্ত গত দশ বছরে ছয় বার গ্যাসের দাম বাড়ালো। অপ্রয়োজনীয় এলএনজি আমদানির ঘাটতি মেটাতেই গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিলো সরকার। এ দাম বৃদ্ধির ফলে বছরে সব গ্রাহকের অতিরিক্ত খরচ হবে আট হাজার ৬২০ কোটি টাকা। এভাবে দাম বৃদ্ধির কারণে মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে। সিন্ডিকেটের পকেট নিরাপদ রাখতে জনগণের পকেট কাটছে সরকার।

মঙ্গলবার (২ জুলাই) বিকালে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে তিনি গ্যাসের দাম না কমালে চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এবং গণবিরোধী এ সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-সভাপতি এমএ আজিজ, নিয়াজ মো. খান, এসএম আবুল ফয়েজ, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স, সহ-সাধারণ সম্পাদক সামশুল আলম, ইসহাক চৌধুরী আলিম, সম্পাদকবৃন্দ শিহাব উদ্দিন মুবিন, এম আই চৌধুরী মামুন, কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, হামিদ হোসেন, অ্যাড. সিরাজুল ইসলাম চৌধুরী, ইব্রাহিম বাচ্চু, আবদুল বাতেন, থানা সভাপতি মনজুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মো. সেকান্দর, আবদুল্লাহ আল হারুন, সহ-সম্পাদক মো. সেলিম, রফিকুল ইসলাম, সালাহ উদ্দিন কায়ছার লাবু, মো. ইদ্রিস আলী, অধ্যক্ষ খোরশেদ আলম, মো. শাহাজাহান, খোরশেদ আলম কুতুবী, ইসমাইল বাবুল, জেলী চৌধুরী, বেলায়েত হোসেন বুলু, আবু মুসা, আবুল খায়ের মেম্বার, আবদুল হাই, নুরুল হক, এড. আবদুল আজিজ, মামুনুর রশিদ শিপন, থানার সাধারণ সম্পাদক জাকির হোসেন, আবদুল কাদের জসিম, জসিম উদ্দিন জিয়া, হাবিবুর রহমান, নগর সদস্য আঁখি সুলতানা, আতিকুর রহমান, ইউসুফ সিকদার, মোহসীন আলী, রেজিয়া বেগম মুন্নি, শাহেদা বেগম প্রমুখ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!