‘শুধু আইন দিয়ে শিশুশ্রম বন্ধ হবে না, সবাইকে কাজ করতে হবে’

‘শিশুশ্রম নয় শিশুর জীবন হোক স্বপ্নময়’ এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার (১ জুলাই) কারিতাস মিলনায়তন ‘বাংলাদেশ শিশু পরিস্থিতি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন। সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর উল আমীন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রামের জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারের সেফটি নেট কার্যক্রমের আওতায় দেশের উন্নয়ন অনেক এগিয়ে গেছে। জিডিপিতে বাংলাদেশ ভারতের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে অনেক এগিয়ে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কাজ করছে। শুধু আইন দিয়ে শিশুশ্রম বন্ধ হবে না, রাষ্ট্রের সকল ক্ষেত্রে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

সভায় প্যানেল আলোচক ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. আল আমিন, চট্টগাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, মানুষের জন্য ফাউন্ডেশনের চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর রাফিজা শাহীন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রিজিওনাল এ্যাডভোকেসী ও চাইল্ড প্রোটেকশন অফিসার মীর রেজাউল করিম, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, ইপসার সমন্বয়কারী মোহাম্মদ আলী শাহীন।

অংশগ্রহণ করেন, কালকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী মহা-পরিদর্শক (স্বাস্থ্য) বিশ্বজিৎ রায়, বিলসের চেয়ারম্যান এএম নাজিম উদ্দিন, কোডেকের ডিইডি কমল সেনগুপ্ত, ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী, কারিতাসের আঞ্চলিক পরিচালক জেম্স গোমেজ, বিবিএফের নির্বাহী পরিচালক উৎপল বডুয়া, ইউসেপের আঞ্চলিক সমম্বয়কারী জয় প্রকাশ বড়ুয়া, অপরাজেয় বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মো. মাহবুব উল আলম, ব্র্যাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মজুমদার, মোহাম্মদ আলী শিকদার, সংশপ্তকের নির্বাহী পরিচালক লিটন চৌধুরী, দৃষ্টির নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন মাহবুব, ভোরের আলোর প্রধান নির্বাহী শফিকুল ইসলাম, কোডেকের সিনিয়র ম্যানেজার অলকা চৌধুরী, এফপিএবি চট্টগ্রাম এর কামরুজ্জামান উজ্জল প্রমুখ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!