শতাধিক শিশুকে ঈদ উপহার দিলো স্মাইল ভিশন ফাউন্ডেশন

অধিকারবঞ্চিত ও এতিম শতাধিক শিশুকে ইফতার ও ঈদ উপহার দিয়েছে স্মাইল ভিশন ফাউন্ডেশন।

‘চিলড্রেন কিপ স্মাইলিং’ ইভেন্টের আওতায় শুক্রবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার দারুস সালাম মাদ্রাসায় শতাধিক এতিম ও অধিকারবঞ্চিত শিশুদের নিয়ে এই আয়োজন করা হয়।

স্মাইল ভিশন ফাউন্ডেশনের সভাপতি মোস্তফা কামাল রাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক সংগঠক জাহেদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিল্লাল চৌধুরী, বনজৌর রেস্টুরেন্টের পরিচালক আক্কাস উদ্দিন ও সুরাইয়া আফরোজ।

স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান মামুন ও ইফতেখারুল হাসান নোবেল।

আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি জহিরুল ইসলাম, কার্যনির্বাহী এহসানুল হক হিমেল।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘অধিকারবঞ্চিত শিশুদের ঈদ আনন্দে নতুন পোশাক দেওয়া আমাদের সমাজের সকলের দায়বদ্ধতার একটি অংশ। স্মাইল ভিশন ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। স্মাইল ভিশনের এই উদ্যোগ আট বছরে পা দিয়েছে। দেশে স্মাইল ভিশন ফাউন্ডেশনের মত সবাই এগিয়ে আসলে সমাজের সুবিধাবঞ্চিত একটি শিশুও ঈদের খুশি থেকে বঞ্চিত হবে না। সমাজের বিত্তবানরা চাইলে ঈদের খুশিতে সবাইকে সামিল করতে পারে।’

২০১৪ সাল থেকে শিশু অধিকার নিশ্চিত করা ও সুস্থ সংস্কৃতিচর্চার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয় ‘স্মাইল ভিশন ফাউন্ডেশন’। এরপর থেকে অবহেলিত মানুষের জন্য ঈদবস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, চক্ষু ও স্বাস্থ্যসেবাসহ নানান কর্মসূচি পরিচালনা করে আসছে ফাউন্ডেশনটি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!