লোহাগাড়ায় ট্রলি খাদে পড়ে আহত শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় মালবাহী ট্রলি খাদে পড়ে আহত শ্রমিক মো. আমিনের (৪৯) মৃত্যু হয়েছে। বুধবার (১১) মার্চ রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের রহমানিয়াপাড়ার হামিদ হোসেনের ছেলে।

জানা গেছে, বুধবার রাত ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি নলবনিয়া এলাকায় একটি মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নির্মাণ শ্রমিক আবদুল হাকিম (৪৫) নিহত হন। স্থানীয়রা আহত অবস্থায় মো. ইসমাইল (৩৮) ও মো. আমিনকে (৪৯) উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রলি চালক ইসমাইল নিহত হন। আমিনকে আশংকজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আরফাত বলেন, ‘আইনী প্রক্রিয়া শেষে রাতেই নিহত লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রলি পুলিশের হেফাজতে রয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!