স্কুল-কলেজের অ্যাসেম্বলি হবে শ্রেণিকক্ষে, সব অনুষ্ঠান বন্ধের নির্দেশ

দেশে করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর তা সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাত্যহিক সমাবেশ বাইরে না করতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির নির্দেশনা অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি) শ্রেণি কক্ষে আয়োজন করতে হবে। সেখানেই জাতীয় সংগীত গাওয়াসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা দেওয়া হয়।

অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে বুধবার (১১ মার্চ) এ নির্দেশনা জারি করেছে মাউশি।

এদিকে, নির্দেশনায় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে সবার সতর্কতা ও সচেতনতা প্রয়োজন। অধীনস্থ সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে এ পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হলো।

এ পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য যে অনুষ্ঠানসমূহে জনসমাগম হয় সে অনুষ্ঠানসমূহ আয়োজনের সূচি পুনর্বিন্যাস করে পরবর্তীতে আয়োজনের নির্দেশনাও দিয়েছে মাউশি।

এসআর/এসএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!