লোহাগাড়ায় এবার পানিতে ভেসে যাওয়া কৃষকের লাশ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দু’দিন আগে বন্যার পানিতে তলিয়ে যাওয়া এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সকাল আটটার দিকে লোহাগাড়ার পদুয়া চুনতিপাড়া ব্রিজের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

ওই কৃষকের নাম আসহাব মিয়া (৬৫)। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের চট্টলা পাড়ার বাসিন্দা।

সোমবার (৭ আগস্ট) বিকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাজার থেকে ফেরার পথে বন্যার পানিতে ডুবে তিনি নিখোঁজ হয়েছেন বলে স্বজনরা ধারণা করেছিলেন।

লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য নেজাম উদ্দিন বলেন, ‘মঙ্গলবার সকাল আটটার দিকে আসহাব মিয়ার লাশ পাওয়া গেছে।’

এর আগে সোমবার (৭ আগস্ট) রাত দুইটার দিকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাওয়ার পথে বন্যার পানির স্রোতে তলিয়ে যান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুনায়েদুল ইসলাম জারিফ। পরে মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে তার লাশ উদ্ধার করা হয় স্থানীয় একটি পুকুরপাড় থেকে।

জারিফ চট্টগ্রামের বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। এছাড়াও মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ নামে একটি সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতির সম্ভাবনার কথা বারেবারেই ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছিলেন জুনায়েদুল ইসলাম জারিফ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!