নদীতে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর ব্যবসায়ীর মরদেহ মিললো হালদার চরে

চট্টগ্রামের রাউজানে নৌকা উল্টে নদীতে নিখোঁজ ব্যবসায়ীর লাশ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিহত ব্যবসায়ীর নাম সাহেদ হোসেন বাবুর। তিনি রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের এসএম ইউসুফের ছেলে। 

বুধবার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে হালদা নদীর ছায়ারচর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে নিজ খামারের গরুর জোয়ারের পানিতে ভেসে যাওয়ায় তা উদ্ধার করতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ হন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, জোয়ারের পানিতে ভেসে যাওয়া নিজ খামারের গরু উদ্ধার করতে প্রজেক্টে গিয়েছিলেন সাহেদ। সন্ধ্যা ৭টার দিকে শাহেদ আরও চারজন সঙ্গীসহ নৌকাযোগে গরু উদ্ধার করতে যান।

কিন্তু প্রবল স্রোতের মধ্যে নৌকার  ইঞ্জিন বন্ধ রেখে হাত দিয়ে বৈঠা দিয়ে ফিরছিলেন তারা। পথে প্রবল স্রোতে উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এই সময় চারনজন সাঁতরে কূলে উঠতে পারলেও সাঁতার না জানা সাহেদ পানিতে তলিয়ে যান। 

পরে খবর পেয়ে তার নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ব্যাপক তল্লাশি শুরু করে। বুধবার ভোর রাতে মরদেহটি উদ্ধার করে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম। 

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!