লাইনচ্যুত ‘চট্টলা এক্সপ্রেস’র বগি, দু’ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার পর দু’ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

বুধবার (৩ জানুয়ারি) ভোর ৬টা ৪০ মিনিটে সীতাকুণ্ড পৌরসদরের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে ৯টা ৪০ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সীতাকুণ্ড পৌরসদরের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের একটি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)ঘটনাস্থলেযায়। পরে ট্রেনে থাকা বেশিরভাগ যাত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসে বাসযোগে গন্তব্যে যান।

জয়নাল আবেদীন নামে ট্রেনের এক যাত্রী জানান, ঘটনাস্থলের কয়েক কিলোমিটার আগে থাকা অবস্থায় ট্রেনের ভেতরে ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে যাত্রীরা আতঙ্কিত হয়ে উঠলেও ট্রেন এগিয়ে যাচ্ছিল। এসময় অনেক যাত্রী চিৎকার শুরু করেন। পরে শুকলালহাট প্রগতি ইন্ডাস্ট্রিজ গেট এলাকায় এসে লাইনে ঘর্ষণের বিকট শব্দ হয়ে ট্রেনটি কিছুটা হেলে পড়ে। এভাবে আরও এক দেড় কিলোমিটার এগিয়ে এসে সিরাজ ভূঁইয়া রাস্তার মাথায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আমজাদ হোসেন বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে এসেছি। দুর্ঘটনায় ট্রেনের চাকার সংঘর্ষে ৫০-৬০টি স্লিপার উপড়ে গেছে। আরো কয়েকটি স্লিপারের নাট-বল্টু খোলা দেখা গেছে।

সীতাকুণ্ড রেলস্টেশন মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে কাজ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!