রাতে ৬ ঘর পুড়ে ছাই হাটহাজারীতে, ক্ষতি ১০ লাখ টাকার

চট্টগ্রামের হাটহাজারীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি টিনশেড বসতঘর পুড়ে গেছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাটহাজারী উপজেলাধীন ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের চৌধুরীহাট ছনা গাজীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস ছাড়াও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে ছনা গাজীর বাড়ির ইব্রাহিমের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পাশের টিনশেড ঘরসহ ছয়টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে মো. ইব্রাহিম, আবদুল লতিফ, মো. হাবিব, বাবুল ও ইয়াকুবের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। অন্যদিকে সালাউদ্দিনের টিনশেড ঘর আংশিক পুড়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শাহাজান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট প্রায় পৌনে দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আইএমই/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!