রাজস্থলীতে করোনা সন্দেহে একব্যক্তি আইসোলেশনে

রাঙামাটির রাজস্থলীতে করোনায় আক্রান্ত সন্দেহে একব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ওয়ার্ডের আইসোলেশনে রাখা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় তাকে আইসোলেশনে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা। তিনি বলেন, ওই ব্যক্তি জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত আইসোলেশনে থাকার ব্যবস্থা করেন।

ডা. গোলাম মোস্তফা আরও বলেন, শুক্রবার সকালে রাজস্থলী থেকে ১০ জনের রক্তের নমুনা চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। এছাড়া গত ৮ এপ্রিল পাঠানো ২৪ জনের রক্তের নমুনার মধ্যে ৮ জনের রিপোর্ট এসেছে নেগেটিভ। বাকী ১৬ জনের রিপোর্ট দু’এক দিনের মধ্যে জানা যাবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!