রাউজানে এ.কে.এম ফজলুল কবির চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

রাউজান চট্টগ্রাম (প্রতিনিধি) :
রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ও গহিরা শান্তির দ্বীপের প্রতিষ্ঠাতা মরহুম এ. কে. এম ফজলুল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ২য় আসর গত রবিবার বিকেলে উদ্বোধন করা হয়েছে।

raozan-pic-mp-baba

খেলায় রাউজান রোজ গার্ডেন ক্লাব ২-০ গোলে হাটহাজারী ফরহাদাবাদ দীপ্তিমান সংসদকে পরাজিত করে। সেরা খেলোয়ার হন নাইজেরিয়ান খেলোয়ার মো. ইব্রাহিম।
রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে এ উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

 

আজিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক আহসান হাবীব চৌধুরীর সভাপতিত্বে যুগ্ন আহবায়ক তপন দে ও সচিব সেকান্দর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন, আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ইকবাল, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, অধ্যক্ষ একেএম আবদুর রশীদ, শ্যামল কুমার পালিত, আলমগীর আলী, জমির উদ্দিন পারভেজ, সাইফুল ইসলাম চৌধুরী রানা, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমদ, ভূপেশ বড়–য়া, আবদুল জব্বার সোহেল, রোকন উদ্দিন, প্রিয়তোষ চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, নুরুল আবছার বাশি, প্রিয়তোষ চৌধুরী, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ভূপেশ বড়–য়া, এডভোকেট সমীর দাশগুপ্ত, সামীমুল ইসলাম চৌধুরী সামু, আজাদ হোসেন, নজরুল ইসলাম চৌধুরী, ম্যালক চক্রবর্তি,  শওকত হোসেন, সারজু মো. নাছের, হাসান মো. রাসেল, জসিম উদ্দিন, সুমন দে, মঈনুদ্দিন মোস্তফা, ওসমান গণি রানা, আবু ছালেক মৌলানা কুতুব উদ্দিন, দীপলু দে দিপু, জাবেদ রহিম, ।

খেলা পরিচালনা করেন ফিফা রেফারী মো. মামুন। সহকারী রেফারী ছিলেন মো. মাইদুল, নাছির, ম্যাচ রেফারী আবদুল হালিম। আজ সোমবারের খেলায় প্রতিদ্বন্ধিতা করবেন নানূপুর ফুটবল একাডেমী ও ধর্মপুর ইলেভেন স্টার।

রিপোর্ট : জয়নাল আবেদিন, রাউজান প্রতিনিধি :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!