যানজটপ্রবণ একটি মোড়ের বদলে যাওয়ার গল্প…

কাপ্তাই রাস্তার মাথা

নগরীর অন্যতম প্রবেশপথ যানজটপ্রবণ কাপ্তাই রাস্তার মাথার মোড়ে রমজান উপলক্ষে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ায় বদলে গেছ সেই চিরচেনা রূপ। প্রতিদিন শত শত গাড়ির অনিয়ন্ত্রিত পার্কিং আর যাত্রী ওঠানামা শৃঙখলায় আনায় একদিনেই আমূল পরিবর্তন এসেছে মোড়ের যানজট পরিস্থিতি। আগে যেখানে রাত দিন ২৪ ঘণ্টা বিশেষ করে ইফতারের আগে মোড়কেন্দ্রিক যানজট লেগেই থাকতো সেখানে সামন্য একটি উদ্যোগেই সেই পরিস্থিতি পাল্টে গেছে।

এখন সব গাড়ি নিয়ম মেনে যাত্রী ওঠানামা করতে বাধ্য হচ্ছে। আর লেন মেনে পার্কিং করতে বাধ্য হচ্ছে সিএনজি অটোরিকশা ও টেম্পুগুলোকে। ফলে দীর্ঘদিনের অসহনীয় দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে যাচ্ছে ওই মোড় দিয়ে চলাচলরত হাজার হাজার যাত্রী।

যেভাবে বদলে যায় মোড়টি

বুধবার (২২ মে) রাতে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার সরেজমিন কাপ্তাই রাস্তার মাথার যানজট নিরসনে যান। এ সময় থানার সেকেন্ড অফিসার বিমল দাস, কাপ্তাই রাস্তার মাথা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কাজল সরকারসহ বিশাল পুলিশ ফোর্স সঙ্গে ছিলেন। এ সময় ওসি আবুল বাশার স্থানীয় সমাজকর্মী আলম দিদারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেন। কাপ্তাই সড়কের দুই লেনের সড়কটি সাধারণত এলোমেলো গাড়ি পার্কিং আর যত্রতত্র যাত্রী ওঠা নামায় ব্যাপক যানজট লেগে থাকতো। কিন্তু এখন সেই দুই লেনের সড়ককে অস্থায়ী বাঁশ দিয়ে চারলেন করা হয়। আপ লাইনে এক লেনে রানিং গাড়ি চলবে আর এক লাইনে যেসব গাড়ি যাত্রী নামাবে সেসব গাড়ি ক্ষণিকের জন্য থামলেও বেশিক্ষণ মোড়ে অবস্থান করতে পারবেনা। ডাউন লেনেও একই নিয়ম কার্যকর করা হয়। আবার রাস্তার মাথার মোড় থেকে কালুরঘাটমুখী সড়কেও বাঁশ দিয়ে দুই লেনে যাত্রী ওঠানামা ও পার্কিংয়ের বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। এছাড়া মোড়ে কোনো গাড়িকে পার্কিংয়ের সুযোগ দেওয়া হচ্ছেনা। এ সিদ্ধান্তে চিরচেনা যানজট প্রবণ মোড়টি বদলে যায়

যানজটপ্রবণ একটি মোড়ের বদলে যাওয়ার গল্প... 1

সিদ্ধান্তের নেপথ্যে যারা

গত বছর রমজানেও স্থানীয় সমাজকর্মী ও সাংবাদিক আলম দিদার, মুজিব সৈনিকের আহ্বায়ক আসফাক হোসাইন খানের উদ্যোগে সিএমপির সিনিয়র অফিসারদের মাধ্যমে রাস্তার মাথার যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এবারো বিষয়টি যাতে আবার কার্যকর করা হয় স্থানীয় সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলকে জানানো হয়। এমপি বাদলও রমজানের আগে চান্দগাঁও থানার ওসিকে রাস্তার মাথার যানজট নিরসনে গতবারের মত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। কিন্তু রমজান শুরু হলেও মূলত কাজটি ট্রাফিক বিভাগের হওয়ায় থানা পুলিশও বারবার উদ্যোগ নিয়েও তা সম্ভব হয়ে উঠছিল না। পরে সাংবাদিক আলম দিদার বিষয়টি সিএমপি কমিশনার মাহবুবর রহমানকে জানিয়ে গতবারের মত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেন। পুলিশ কমিশনারও জনদুর্ভোগ লাঘবে ডিসি নর্থকে পদক্ষেপ নিতে নির্দেশের কথা জানিয়ে বিষয়টির সুন্দর সমাধানের আশ্বাস দেন। সিএমপি কমিশনারের যেই আশ্বাস সেই পদক্ষেপ শুরু কয়েকদিনের মধ্যেই। কমিশনারের নির্দেশ পেয়ে চান্দগাঁও থানার ওসিসহ থানা পুলিশ বুধবার (২২ মে) রাতেই যানজট নিরসনে উপরোক্ত সিদ্ধান্ত কার্যকর করেন।

যানজটপ্রবণ একটি মোড়ের বদলে যাওয়ার গল্প... 2

ইফতারের সময়েও যানজট মুক্ত রাস্তার মাথার মোড়

বুধবার যেখানে যত্রতত্র পার্কিং আর এলোমেলো যাত্রী ওঠানামার কারণে ব্যাপক যানজট লেগে ছিল। একদিনের ব্যবধানে সেই চিরচেনা যানজট উধাও। এই মোড় দিয়ে রাউজান, কাপ্তাই, রাঙ্গুনিয়া, হাটহাজারী, বোয়ালখালী ও মোহরার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন। তারা প্রতিনিয়ত দুর্ভোগ পোহালেও বৃহস্পতিবার (২৩ মে) সকলেই যানজটহীন পরিবেশে এ মোড় অতিক্রম করতে পেরেছেন। শুধু ট্রাফিক আর থানা পুলিশই দায়িত্ব পালন করছেন না এ মোড়ে। লাগানো হয়েছে স্থায়ীভাবে তিনটি মাইক। পুলিশ ফাঁড়ি থেকে মাইকে প্রতিনিয়ত গাড়ি চালকদের সাবধান করে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। এতে দ্রুত গাড়ির চালকরা মোড় ত্যাগ করে যানজটমুক্ত করতে ভূমিকা রাখছেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও যাত্রীরা।এছাড়া আশপাশের ফুটপাতও সম্পূর্ণ হকার ও ভ্যানগাড়িমুক্ত করা হয়েছে।


চান্দগাঁও থানার ওসি যা বলেন

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘রাস্তার মাথার মোড় নিয়ে অনেকের অনেক অভিযোগ। আবার অনেকে পুলিশকেই সরাসরি দোষারোপ করে থাকেন। কিন্তু মূল কাজটি কিন্তু ট্রাফিক বিভাগের। আর সমস্যাটি করে গাড়ি চালকরা। এরপরও কমিশনার স্যারের নির্দেশে আমার থানা পুলিশই যানজট নিরসনে পদক্ষেপ নিয়েছি। এখন যে সিস্টেমে গাড়ির লেন মেইনটেইন করা হয়েছে সেভাবেই চলতে হবে গাড়ি। মূল কথা মোড়টি যানজটমুক্ত থাকবে। আর ফুটপাত হকারমুক্ত থাকবে।’
রাস্তার মাথার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কাজল সরকার বলেন, ‘ওসি স্যারের নির্দেশনায় যেসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে সেটি চলমান থাকবে। শুধু রমজান মাস না সারা বছরজুড়ে এরকম ফুটপাত দখলমুক্ত ও মোড়টি একদম যানজট মুক্ত থাকবে।’

এডি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!