মুক্তিযুদ্ধের বিজয় শিখা প্রজ্বলিত হলো নওফেলের হাতে

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিজয় শিখা প্রজ্জ্বলন করেছেন বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠ এলাকায় অতিথিদের সঙ্গে নিয়ে বিজয় শিখা প্রজ্জ্বলন করেন তিনি।

জাতীয় চার নেতাকে হত্যা করে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলুন্ঠিত করা হয়েছে উল্লেখ করে ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল বলেন, মুক্তিযোদ্ধারা হয়তো একদিন থাকবেন না। কিন্তু বিজয় মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও লাল সবুজের পতাকা নতুন প্রজম্মের হাতে তুলে দিতে হবে। মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি পূর্বেও ছিল এখনও আছে। তারা জাতির জনক ও জাতীয় চার নেতাকে হত্যা করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলুন্ঠিত করেছে।

এরআগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে বীর মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। মুক্তিযুদ্ধের গল্প তরুণ প্রজম্মের কাছে ছড়িয়ে দিতে আমাদের নেতা চট্টলবীর মহিউদ্দিন চৌধুরী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু করেছিলেন।

বিজয় মেলায় শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরীর স্মৃতিচারণ করে হাসিনা মহিউদ্দিন বলেন, ৩০ বছর আগে বিজয় মেলা আয়োজন করেছিল চট্টগ্রামের বর্ষীয়ান নেতা মহিউদ্দিন চৌধুরী। আজ এখানে লালদীঘির ময়দানের চেয়েও বড় সমাবেশ হয়েছে। এখানে আমার অনেক ভাই-বোনেরা এসেছেন। আমি জানি আপনাদের এখানে আসার পেছনে একটাই কারণ মহিউদ্দিন চৌধুরীর প্রতি আপনাদের ভালোবাসা। এখানে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের গল্প বলতেন তিনি, শোনাতেন বঙ্গবন্ধুর কথা। আজ মহিউদ্দিন চৌধুরী নেই। তবে আমার বিশ্বাস এই বিশাল সমাবেশ তিনি দেখছেন। আপনাদের আত্মার সঙ্গে তাঁর আত্মার মিলন ঘটেছে। এই বিজয় মঞ্চে আমি নই, থাকার কথা ছিলো মহিউদ্দিন চৌধুরীর।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মো. ইউনুছের সঞ্চালনায় বিজয় শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানে নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!