মহেশখালীতে দুর্যোগ মোকাবেলায় ৫ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বিশ্বে সমাদৃত। কিভাবে দুর্যোগ মোকাবিলা করতে পারি সে কাজ আমরা করে যাচ্ছি। বাংলাদেশকে বিশ্ব দুর্যোগ মোকাবিলার অন্যতম দেশ হিসেবে সবাই দেখে।

রোববার (২৩ মে) ত্রাণ মন্ত্রণালয়ের ২২৫ স্থাপনা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

২২৫ স্থাপনার মধ্যে দ্বীপ উপজেলার মহেশখালীর ৫টি প্রকল্প রয়েছে। মহেশখালী উপজেলায় দুর্যোগ মোকাবেলায় পৌরসভার চরপাড়ায় মুজিব কিল্লা র্নিমাণ প্রকল্পে ২ কোটি ৩৪ লাখ ৫৬ হাজার টাকা, কুতুবজোমের বড়দিয়ায় ২ কোটি ১০ লাখ ১৪ হাজার টাকা, কালারমারছড়া উচ্চ বিদ্যালয় বহুমূখী ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রকল্প ২ কোটি ২৮ লাখ ৯৯ হাজার টাকা, ছোট মহেশখালীর আহমদিয়া তৈয়াবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বহুমূখী ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রকল্প ১ কোটি ৯২ লাখ ১৪ হাজার টাকা, কুতুবজোম অফসোর হাইস্কুল বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রকল্প ১ কোটি ৯০ লাখ টাকাসহ মোট সাড়ে ১০ কোটি টাকার এই ৫টি প্রকল্পের মধ্যে কালারমারছড়া হাই স্কুল, কুৃতুবজোম হাই স্কুল ও ছোট মহেশখালীর আহমদিয়া তৈয়াবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বীণ ওসমান শরিফ, ছোট মহেশখালীর ইউপি চেয়ারম্যান জিহাদ বীন আলীসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!