করোনায় মৃত্যুতে বড় লাফ, চট্টগ্রামে একদিনেই ৪ মৃত্যু—বেড়েছে শনাক্তও

পর পর দুদিন চট্টগ্রামকে সুখবর দেয়ার পর আবারও নিজের ভয়ঙ্কররূপ দেখাল করোনা। শূন্য মৃত্যুর পরে আগেরদিন করোনায় মারা গিয়েছিলেন মাত্র ১ জন। গত ২৪ ঘণ্টায় সেটি একলাফে গিয়ে দাঁড়িয়েছে ৪ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১১৯ জন। আগেরদিন এই সংখ্যা ছিল ৮০ জন।

এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৬৪৩ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪২ হাজার ৫২ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ৫৯১ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৯৮ জনে। যাদের মধ্যে নগরীর ৪৩৪ জন আর বিভিন্ন উপজেলার ১৬৪ জন।

সোমবার (২৪ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ৮২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১১৯ জনের করোনা শনাক্ত হয়। যাদের মধ্যে নগরীর ৭৮ জন এবং বিভিন্ন উপজেলার ৪১ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা পজিটিভ পাওয়া যায় ২৯ জনের নমুনায়। এদের মধ্যে নগরের ১০ জন এবং ১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৬ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। যাদের মধ্যে ৩ জনই নগরের, বাকি ১ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে নগরের ৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের শরীরে করোনা পাওয়া গেছে। এদের মধ্যে ২২ জন নগরের, ৯ জন উপজেলার।

চট্টগ্রাম নগরীর বেসরকারি করোনা পরীক্ষাগার ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ২০ জনের করোনা শনাক্ত হয়। যাদের মধ্যে ১৮ জনই নগরের ও ২ জন উপজেলার বাসিন্দা।

শেভরন ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৫ জন এবং উপজেলার ২ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের সবাই নগরের বাসিন্দা।

মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১২ জনের নমুনা পরীক্ষায় নগরের ৩ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৭ জন নগরের এবং ৭ জন উপজেলার।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৩ জনের নমুনা পরীক্ষা করানো হয়। তাতে উপজেলার ১ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে শনাক্ত ৪১ জনের মধ্যে হাটহাজারী উপজেলাতেই সর্বোচ্চ ১৬ জনের দেহে করোনা পাওয়া যায়। এছাড়া, আনোয়ারা ও বোয়ালখালী উপজেলায় ৫ জন করে, ফটিকছড়ি ও মিরসরাই উপজেলায় ৪ জন করে, বাঁশখালী উপজেলায় ৩ জন এবং লোহাগাড়া, পটিয়া, রাউজান ও সীতাকুণ্ডে ১ জন করে করোনা শনাক্ত হয়।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!