মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে মেয়রপন্থীদের বিক্ষোভ

মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তির দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের অধিকাংশ কলেজ, থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (৩১ জুলাই) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে নগর ছাত্রলীগের মেয়রপন্থী (আ জ ম নাছির উদ্দীন) অংশের নেতাকর্মীরা।

মিছিল পরর্বতী বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. সোহেল ও পরিচালনায় ছিলেন মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য সৈকত দাশ।

উপস্থিত ছিলেন অসিউর রহমান, ইমরান আলী মাসুদ, মুনির চৌধুরী, রায়হানুল কবির শামীম, নাছির উদ্দিন কুতুবী, রাশেদুল আলম চৌধুরী, অরবিন সাকিব ইভান, সাব্বির চৌধুরী, সাব্বির সাদিক, আলী মুর্তুজা শাকিল, তানজিরুল হক, কায়সার হামিদ, জালাল আহমেদ রানা, নুরুল হক মনি, নেওয়াজ খান, নিউটন দে, ওমর ফারুখ সুমন, মোস্তাফা কামাল, বোরহান উদ্দিন গিফারি, সাফাত বিন আমিন ও ইফতেখার উদ্দিন।

কলেজ, থানাসমূহের পক্ষে উপস্থিত ছিলেন তারণ দাশ প্রলয়, পৌলম দেব ভুবন, মাকসুদুর রহমান, শৈবাল দাশ, হায়াৎ উল্লাহ, আকিব জাবেদ, হোসেন এরশাদ, আব্দুল খালেক, মো. ফারুখ, মো. আরিফ আহমেদ, রবিউল হাসান ফাহাদ, সাদ্দাম হোসেন, অনিন্দ দেব, ইয়াছির আরাফাত দিপু, মিশকাতুল কবির, রাহাত আমিন শিবলী, শেখ মো. সোহেল, আব্দুল মাজিদ, জাহিদ হাসান মুন্না, ইয়াসিন আরাফাত বাপ্পি, বেলাল আহমেদ, এসএম রানা, রিফাত উল্লাহ, ইসমাইল শিমুল, আব্দুল খালেদ সোহেল, মাহফুজুর রহমান, খোরশেদ আহমেদ নয়ন, অরুপ বড়ুয়া, সায়মুল সজীব, মাজেদ এহসান শাহ, সাইফ উদ্দিন, এয়াকুব হাসান জুয়েল, এসএম শাহেদ ও মান্নান হালদার প্রিন্স।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৩ সালে ৩০ অক্টোবর দুই বছরের অনুমোদনে নগর কমিটি ঘোষিত হলে আশায় বুক বাঁধে নগর ছাত্রলীগের তৃণমূল সকল নেতাকর্মী। দীর্ঘ ছয় বছর অতিবাহিত হলেও নগর ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত দুই নেতা সংগঠনকে গতিশীল করার স্বার্থে কোনো উদ্যোগ নেয় নাই। কমিটির অধিকাংশ নেতাই বর্তমানে বিবাহিত, চাকরিজীবী ও ব্যবসায়ী।

বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা সংগঠনকে গতিশীল করার স্বার্থে নতুন কমিটির দাবি জানান।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!