বোয়ালখালীতে বাজারমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং সভা

বোয়ালখালীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং টিমের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৫ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. একরামুল ছিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো নুরুল আলম।

ইউএনও(ভারপ্রাপ্ত) মো. একরামুল ছিদ্দিক বলেন, আসন্ন ঈদুল ফিতরে বাজার অস্থিতিশীলসহ না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

কাপড় দোকানীরা জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর থেকে সরকারী লাইসেন্স গ্রহণ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, শামীম আরা বেগম, ওসি (তদন্ত) মো. জব্বারুল ইসলাম, ক্যাব বোয়ালখালী শাখার সভাপতি মো. আবদুল মান্নান, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহনেওয়াজ আলী মির্জা, ইউপি চেয়ারম্যান মো. মোকারম, ইউপি চেয়ারম্যান এস এম জসিম, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সস্পাদক স ম রবিউল ইসলাম, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, ইউপি মেম্বার মো. সেলিম উদ্দিনসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও পেশাজীবি নেতৃবৃন্দ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!