বৃষ্টিতে বিলম্বিত বাংলাদেশের ম্যাচ

বৃষ্টিতে বিলম্বিত বাংলাদেশের ম্যাচ 1ক্রীড়া ডেস্ক : সেমিফাইনাল নিশ্চিত করার সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। তবে খেলা মাঠে গড়ানোর আগেই হানা দিয়েছে বৃষ্টি। ফলে নির্ধারিত সময় সাড়ে তিনটা হলেও ম্যাচ শুরু হতে দেরি হবে। বিকাল পৌনে ৪টার পর মাঠ পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা।

বৃষ্টির কল্যাণে আগের ম্যাচে ১ পয়েন্ট পাওয়ায়, এ ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে মোট ৩। তবে, তখনও সেমির টিকিট নিশ্চিত করতে অপেক্ষা করতে হবে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হারের।

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাবার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। ২ ম্যাচে ২২৩ রান নিয়ে এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। এই টাইগার ব্যাটসম্যানের ফর্মটাও শক্তি যোগাচ্ছে দলকে।

তবে, ব্যাট হাতে সাকিব-মাহমুদুল্লাহ-সাব্বিরদের পাশাপাশি বোলিং আক্রমণ নিয়ে দুশ্চিন্তায় কোচ হাথুরুসিংহে। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে মোট ৩০ ম্যাচ খেলে ৯টিতে জিতেছে বাংলাদেশ। তবে, সাম্প্রতিক সময়ে ত্রিদেশীয় সিরিজে কিউইদের বিপক্ষে জয়টাই বড় অনুপ্রেরণার নাম মাশরাফিদের জন্য।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!