বাঁশখালীতে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’এক পেশাদার ডাকাতের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে বাঁশখালী থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল সোয়া ৮ টার দিকে উপজেলার পূর্ব চাম্বল গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে মো. ইরান (৩৫) নামের ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র ও ২৬ রাউন্ড কার্তুজও উদ্ধার করেছে র‌্যাব।

নিহত মো. ইরান বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকার মো. সিরাজ প্রকাশ সিরাজ ফকিরের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান বলেন, ‘বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় র‌্যাবের একটি টহল দলের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। খোঁজ নিয়ে র‌্যাব সদস্যরা জানতে পারেন মরদেহটি জলদস্যু ইরানের। তার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে বাঁশখালী থানায় ১০টির মতো মামলা রয়েছে।’

র‌্যাবের এই কর্মকর্তা জানান, সকালে পূর্ব চাম্বল এলাকায় ইরান ও তার সহযোগীরা এলাকায় জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। র‌্যাবের টহল দল দেখে তারা গুলি ছোঁড়ে। তখন র‌্যাব সদস্যরাও গুলি করেন। র‍্যাবের গুলিতে ইরানের মৃত্যু হয়েছে।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!