বাঁশখালীতে করোনায় আক্রান্ত দুই নারী, ৫ বাড়ি লকডাউন

চট্টগ্রামের বাঁশখালীতে দুই নারী করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৯ এপ্রিল বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা সংগ্রহ করা হলেও বুধবার (৬ মে) নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এরপর উপজেলা প্রশাসন ওই দুইজনের বাড়ি ও আত্মীয়ের তিনটি বাড়ি লকডাউন করে দিয়েছে।

করোনা আক্রান্ত দুইজনকে উপজেলা হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী। তার বাড়ি কুতুবদিয়ায় উপজেলায় হলেও তিনি বাঁশখালী উপজেলা সদরের আশকরিয়াা সড়কে ভাড়া বাসায় থাকেন। করোনা আক্রান্ত আরেক নারীর বসয় ৫০। তিনি বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামের বাসিন্দা।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ‘করোনা রোগী চিহ্নিত হবার পর তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। দুইজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে কার সংস্পর্শে তারা আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, ‘আক্রান্ত রোগীদের আশপাশের মানুষদের সতর্ক করা হয়েছে। শারীরিকভাবে কারো কোন ধরণের আলামত দেখা গেলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!