বঙ্গবন্ধু টানেলের ওয়্যার হাউসের গুদামে আগুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কনস্ট্রাকশন ওয়্যার হাউসের পরিত্যক্ত গুদামে আগুন লেগেছে। আধ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

রোববার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশনের গুদামে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক জানান, বঙ্গবন্ধু মূল টানেলের বাইরে আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশন ওয়্যার হাউসের পরিত্যক্ত গুদাম আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

তিনি আরও জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাঠ ও পরিত্যক্ত কনস্ট্রাকশনের সরঞ্জাম ছাড়া তেমন কোনো মালামালের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!